ভারতের উত্তর প্রদেশের বাদাউন অঞ্চলে ৩২ বছর বয়সী এক নারীকে বন্দি করে গণধর্ষণ করেছে তিন ব্যক্তি। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ছেলেসহ আরও দু‘জন জড়িত ছিল। রবিবার পুলিশের এক বিবৃতিতে এই ঘটনার কথা প্রকাশ পায়।
বাদাউনের শীর্ষ পুলিশ কর্মকর্তা এল আর কুমার জানান, শুক্রবার রাতে ঐ ধর্ষিতা নারী তার দুই সন্তানসহ ওষুধ কেনার জন্য দোকানে যান। তখন একজন পুলিশ কর্মকর্তার ছেলে হিমাংশু তাকে সাহায্য করার কথা বলে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়।সেখানে তাকে বন্দি করে তার আরও দুই সহযোগীকে নিয়ে তাকে গণধর্ষণ করে।
ধর্ষিতার অভিযোগ থেকে জানা যায়, তাকে এবং তার সন্তানদের নির্মাণাধীন একটি বাড়ির ঘরে আটকে রেখে হিমাংশু বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে সে তার সাথে আরও দুজনকে নিয়ে ফিরে আসে এবং রাতভর তাকে তিনজনে মিলে ধর্ষণ করে সকালে ছেড়ে দেয়।
শনিবার সকালে ঐ বাড়ি থেকে ছাড়া পেয়ে সে এলাকাবাসীকে ধর্ষণের কথা জানান এবং তাদের সহযোগিতায় থানায় গিয়ে পুলিশের কাছে বিষয়টি জানায়। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে হিমাংশু, খালিফা ইলিয়াস প্রমোদ এবং অপর এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া। –