জীবনধারণের জন্য খাওয়া যেমন জরুরী, বর্জ্য ত্যাগ তেমনই জরুরী। কিন্তু আপাতদৃষ্টিতে বিরক্তিকর এই কাজটি করার মাধ্যমেই ডোনাররা আয় করতে পারেন বছরে তেরো হাজার ডলার এবং একই সাথে বিজ্ঞানের উপকারেও আসতে পারেন।

আমরা অনেকেই দ্বিতীয় চিন্তা ছাড়া টয়লেট ফ্ল্যাশ করে দেই। ইংরেজিতে বাগধারা হিসেবে বলা হয় একজন মানুষের বর্জ্য অন্য মানুষের সম্পদ। অনেকটা এমনিভাবেই OpenBiome নামের এক নন-প্রফিট কোম্পানি মানুষের বর্জ্য সংগ্রহ করছে বেশ ভালো দাম দিয়ে। কিন্তু এই বর্জ্য আবার যেন তেন হলে হবে না। এই বর্জ্য হতে হবে Clostridium difficile নামের এক ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত। এই ব্যাকটেরিয়ার বিশেষত্ব কি? এর অ্যান্টিবায়োটিক সহ্য করার ক্ষমতা অনেক বেশি।

এই ব্যাকটেরিয়ার ইনফেকশনে খুব খারাপ ধরণের ডায়রিয়া হয়ে থাকে। প্রতি বছরে এতে আক্রান্ত হন আড়াই লক্ষ আমেরিকান এবং মারা যান প্রায় চৌদ্দ হাজার। অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর আসলে এই রোগটি হতে পারে। এ কারণেই এটি সারিয়ে তোলা ভীষণ শক্ত। দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর ওই রোগীর শরীরের প্রাকৃতিক জীবাণুগুলো সব সাফা হয়ে যায়। এ কারণে এই ব্যাকটেরিয়া আক্রান্ত মানুষকে সারিয়ে তোলার উপায় হলো fecal transplant। এটা শুনতে যত খারাপ, বাস্তবেও তেমনি খারাপ। সাধারণ একজন ডোনারের বর্জ্য এই রোগীর শরীরে প্রবেশ করানো হয় ইনভেসিভ ন্যাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে অথবা কোলোনোস্কপি করে। প্রক্রিয়াটি কষ্টকর হলেও এর সাফল্য অনেক বেশি হয়। নতুন একটি প্রক্রিয়ায় এই বর্জ্য হিমায়িত করে ক্যাপসুলে প্রবেশ করানো হয় এবং শরীরে প্রবেশ করার পর এই ক্যাপসুল থেকে এগুলো ক্ষুদ্রান্ত্রে ছড়িয়ে পড়ে। OpenBiome এসব ক্যাপসুল তৈরি করে। এগুলো সংগ্রহ করার জন্যই ডোনারদের এতো টাকা দিতে প্রস্তুত তারা।

ডোনার হতে হলে আপনাকে প্রথমেই ম্যাসাচুসেটসে OpenBiome এর ল্যাবের কাছাকাছি বাস করতে হবে। এ ছাড়াও বয়স, বিএমআই এবং হেলথ প্রি-স্ক্রিনিং এর বিবেচনা শেষেই ডোনার নির্ধারণ করা হয়। এরপর তাদের রক্ত এবং বর্জ্য টেস্ট করা হয়। প্রতি সপ্তাহে অন্তত চারবার করে ৬০ দিন ধরে এই ডোনেশন চালিয়ে যেতে হয়। ৬০ দিন পর আবার নতুন করে তাকে এই সব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এসব স্যাম্পল ক্লিয়ার হবার পরেই সেসব বর্জ্য থেকে ক্যাপসুল তৈরি ও ব্যবহার করা হয়। বর্তমানে প্রতি ডোনেশনে ৪০ ডলার করে দেওয়া হয় এবং যারা সপ্তাহে পাঁচবার ডোনেট করেন তাদেরকে দেওয়া হয় ৫০ ডলার করে দেওয়া হয়। পুরো ব্যাপারটাকে আরও মজাদার করে তোলার জন্য সবচাইতে বেশি ডোনেশন দেওয়া ব্যক্তিটিকে পুরস্কৃত করা হয়।