রাজধানীর মিরপুরের কালসি রোডস্থ নতুন রাস্তা মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিহারীদের সংঘর্ষ চলছে। শবে বরাতের আতশবাজি ফোটানোর জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজের পর এলাকার কিছু বিহারী যুবক আতশবাজি ফোটাতে শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে ওই যুবকরা আরো লোকজন জড়ো করে লাঠিসোটা সহকারে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ বিহারীরা রাস্তায় বাইসাইকেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের পক্ষ নিয়ে এলাকাবাসীও বিহারীদের ওপর হামলা করে। সংঘর্ষের সুযোগে কিছু অসাধু লোকজন সেখানকার দোকান-পাট ভাংচুর করে লুট করে এবং বিহারীদের বস্তিতে আগুন ধরিয়ে দেয়।

তবে সংঘর্ষে হতাহতের খবর জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

পল্লবী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি জানান।