ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: পুরুষ ও নারীর ফারাক তো বাইরে থেকেই দেখে বোঝা যায়। শুধু বহিরাঙ্গে নয়, পার্থক্য রয়েছে শরীরের ভিতরেও। অমিল রয়েছে শারীরিক আচরণেও।
– মেয়েরা চোখ পিটপিট করে ছেলেদের তুলনায় দ্বিগুন।
– মেয়েদের ঘ্রাণ শক্তি জন্ম থেকেই ছেলেদের তুলনায় বেশি।
– পুরুষের শরীর থেকে মেয়েদের তুলনায় মেদ কমানো যায় তাড়াতাড়ি।
– ছেলেরা মেয়েদের তুলনায় বেশি হেঁচকি তোলে।
– ছেলেদের শরীরে মেয়েদের তুলনায় বেশি রক্ত থাকে।
– সব থেকে বড় মানব-কোষ মেয়েদের ডিম্বানু। সব থেকে ছোট মানব-কোষ শুক্রানু।
– মেয়েদের চুল বড় হয় ছেলেদের তুলনায় বেশি।
– মেয়েদের চোখ থেকে ছেলেদের তুলনায় বেশি পানি পড়ে।
– মেয়েদের কোমড়ের হাড়ের গঠন পুরুষের তুলনায় বড় হয়।
সূত্র: এবেলা