ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অর্ধশত লোক। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার দেশটির সাদা শহরে এ হামলা চালানো হয়।
হামলায় একজন ইমাম ও তার পরিবার এবং তার দুই ছেলে ও তাদের পরিবারের সকলেই নিহত হয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। নিহতদের মধ্যে নারী এবং অন্তত চার শিশুও রয়েছে।
হামলার দায় এখনো স্বীকার করেননি সৌদি জোটের কর্মকর্তারা। একজন সৌদি সামরিক মুখপাত্র বলেন, “জোটের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টির তদন্ত করা হবে। তদন্ত শেষে ফলাফল প্রকাশ করা হবে।
সৌদি জোট ইরানের মিত্র বিদ্রোহী সংগঠন হাউতির বিরুদ্ধেই ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্ রাব্বু মনসুর হাদির যুদ্ধে বিমান হামলা করে সহযোগিতা দিয়ে আসছে। কিন্তু এ অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। হাউতি ২০১৪ সাল থেকে ইয়েমেনে অধিকাংশ এলাকা কবজা করে রেখেছে।