bimanফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মধ্যাকাশে দুটি ছোট বাণিজ্যিক বিমানের মধ্যে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করে, বিমান দুটির আরোহীদের কেউই বেঁচে নেই। আলাস্কার রাশিয়ান মিশন গ্রামের কাছে এক প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় হ্যাগেল্যান্ড অ্যাভিয়েশনের একটি সেসনা বিমানে তিনজন আরোহী ছিলেন। অপরদিকে একটি পর্যটন কোম্পানির পাইপার উড়োজাহাজে দুইজন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে বিমানের মধ্যে সংঘর্ষ একটি বিরল ঘটনা। এ ধরনের দুর্ঘটনা সাধারণত বিমানবন্দরের কাছে ঘটে থাকে।