peshoerফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময়কালে একজন সাধারণ ব্যক্তি ও চারজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডননিউজ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এবং ওয়ারসাক বাঁধ সংলগ্ন খ্রিস্টান কলোনিতে অজ্ঞাত পরিচয়ের পাঁচ থেকে ছয়জন বন্দুকধারী গুলি চালায়। এ সময় হামলাকারীরা আত্মঘাতী জ্যাকেট পরা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশ থেকে একটি হেলিকপ্টারকে নজরদারি করতে দেখেছেন।

ঘটনাস্থলকে চারদিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে পুলিশ ও সেনা বাহিনীর কমান্ডোদেরসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন।