ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রতি সেকেন্ডে গোটা বিশ্বে ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা! সেই সমস্ত ঘটনার কথা কেউ জানেনা কিংবা জানতে চায় না! কিন্তু এমন কিছু ঘটে যায় মাঝে মধ্যে যা দেখলে একেবারে ভিমরি খেয়ে যেতে হয়!
কারণ ওই সমস্ত ঘটনার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। হাজারও প্রশ্ন থাকলেও, উত্তর পাওয়া যায় না যে। তেমনই কিছু ঘটনার কথা তুলে ধরা হয়েছে এক ভিডিওতে।
মোট পাঁচটি ঘটনার কথা এখানে প্রকাশ করা হয়েছে। যেগুলির মধ্যে হল মারাত্মক দুর্ঘটনার পরও অলৌকিকভাবে এক মহিলা ও তার সন্তানের বেঁচে থাকার ঘটনা। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এতে দেখা গেছে যেখানে মারাত্মক দুর্ঘটনায় দুজনেরই জীবনহানি ঘটতে পারত সেখানে অতি সামান্য আঘাত লেগেছে। এ ছাড়া জলের ওপর দিয়ে একজন কোনও অবলম্বন ছাড়াই হেঁটে যাচ্ছে। কীভাবে যাচ্ছে তা ভাবতেও পারবেন না।
অন্য একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এক শিশু মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে। সেখানে তার কফিনের পাশ দিয়ে একটি বেলুনকে উড়ে গিয়ে তার ক্রন্দনরত মায়ের কাছে যেতে দেখা যায়। কেনই বা সেই বেলুনটি বারবার আসছে তাঁর সামনে কোনও ব্যাখা নেই।