zikaফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান। তবে তাদের বিস্তারিত পরিচয় গোপন রাখা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

তিনি জানিয়েছেন, ‘বুধবার ৬ বাংলাদেশির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি জানিয়েছে। ৩০ আগস্ট দুপুর ১২টায় এ ভাইরাস শনাক্ত করা হয়।’

হাইকমিশনার বলেন, ‘আক্রান্ত রোগীদের মধ্যে উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। অতি দ্রুত তারা সেরে উঠবে বলে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি।’