ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মসিংহ মহাসড়কের নয়নপুর বাজার একটি মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দিনগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া সংবাদ মাধ্যমকে জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে উপজেলার নয়নপুর বাজার পশ্চিম পাশে মসজিদ এর একটি আধাপাকা মার্কেটে আগুন লাগে।
এসময় আবুল হাশেম মিয়ার একটি মুদি দোকান,শরিফ মিয়ার একটি মুদি দোকান,মোবারক মিয়ার মুদি দোকান,মামুন মিয়ার একটি মুদি দোকান ও এজাজ মিয়ার দুইটি বয়লার মুরগীর দোকান পুড়ে গেছে। সব মিলে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়ে বলে জানান,দোকান মালিকরা।
স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে চারটি মুদি দোকান, দুইটি বয়লার মুরগীর দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে ওই ৫ দোকান মালিকের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।