ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ইয়েমেন সীমান্তে ইরান সমর্থিত ইয়েমেনী হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা ও ছয় সেনা নিহত হয়েছেন। শনিবার বিদ্রোহীরা সৌদি আরবে অনুপ্রবেশের চেষ্টা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে সৌদি নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে।

জোটের পক্ষ থেকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আল আব্দুল্লাহ্ সালেহ্র অনুগত সেনাদের সহায়তায় হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

yemenএ সময় জোট বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।

সৌদি যুদ্ধবিমান বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে দাবি করা হয়, সংঘর্ষে বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়েছে। এর আগে সোমবার নাজরান এলাকায় একই ধরনের একটি সংঘর্ষের ঘটনায় পাঁচ সৌদি সীমান্তরক্ষী প্রাণ হারায়।