ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বিয়ে তো জীবনে একবারই করবেন। কিন্তু সেই বিয়ে করে যদি জীবন বোরিং হয়ে যায়, তাহলে বিয়ে করে লাভটা কী? বিয়ে করার জন্য বেশিরভাগ মেয়েই খোঁজেন শান্ত শিষ্ট, ভালো মানুষ ধরণের ছেলে। কিন্তু ভালো মানুষ ছেলেদের সাথে কি বিবাহিত জীবন মজার হয়? একদম না। বরং জটিল আর অদ্ভুত ধরণের ছেলেদের সাথেই দাম্পত্য হয়ে ওঠে মজার ও ইন্টারেস্টিং। তাহলে কেমন ছেলে বিয়ে করবেন? জেনে নিন ৮ ধরণের ছেলেদের কথা।
১) আপনি যা চান, সেটা সাথে সাথে আপনাকে দিয়ে দেবেন না এমন ছেলেকে বিয়ে করুন। চাওয়া মাত্র সব পেয়ে গেলে জীবন কিন্তু মারাত্মক বোরিং হয়ে উঠবে।
২) বিয়ে করুন সেই পুরুষকে যাকে আপনি বুঝতে পারেন না। যখনই মনে হবে বুঝে ফেলেছেন, তখনই আবার নতুন করে চিনতে হবে।
৩) বিয়ে করুন সেই পুরুষকে, যিনি আপনাকে জীবন দেখাতে পারেন একদম ভিন্নভাবে। পৃথিবীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারেন যে পুরুষ, তিনি হবেন মজার জীবনসঙ্গী।
৪) যে পুরুষের আগ্রহের ব্যাপারগুলো আপনারও আগ্রহ জায়গায়, বিয়ে করুন তাকেই। জীবন হয়ে উঠবে মজার।
৫) বিয়ে করুন সেই পুরুষকে, যিনি আপনার দেখা সমস্ত পুরুষ হতে।