Phoring Media™ এ আপনাদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা।
সকলের জন্য উম্মুক্ত সম্পূর্ণ নতুন আঙ্গিকে, সহজ-সরল বাংলা ভাষায় শিক্ষামূলক সংবাদ পৌছে দেওয়ার দৃঢ় প্রত্তয় নিয়ে আমাদের এই যাত্রা শুরু। আপনাদের জন্য সবসময় বাস্থব ও শিক্ষামূলক সংবাদ আপডেট দেওয়াই আমাদের লক্ষ। যদি আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কম বেশি উপকৃত হন, তখনই আমরা মনে করব আমাদের পরিশ্রম কিছুটা হলেও সার্থক হয়েছে।
আমরা তিনটি ধাপে কাজ করি। আমাদের প্রথম ধাপে রয়েছেন পাঠক, দ্বিতীয় ধাপে সংবাদদাতা আর তৃতীয় ধাপে আমরা যারা ব্যাকএন্ড এ কাজ করি। এই তিনটি স্তরের সবায়কে নিয়েই আমাদের স্পুকবুক ডট নেট পরিবার।