বিজ্ঞাপনের শর্তাবলী:
০১) বিজ্ঞাপনের জন্য সকল বুকিং লিখিতভাবে বা ইমেইলে সম্পন্ন করতে হবে। বিজ্ঞাপনের সকল উপকরন অবশ্যই তিন দিন আগে Phoring Media™, LLC এর কাছে পৌঁছাতে হবে।
০২) বিজ্ঞাপনের ধরণ অনুযায়ী তার মূল্য বাবদ সমুদয় অর্থ অগ্রীম পরিশোধ সাপেক্ষে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
০৩) যদি মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় তবে সরকারী নিয়ম অনুযায়ী প্রযোগ করা হবে।
০৪) কমপক্ষে ১ (এক) মাস থেকে সর্বোচ্চ ১২ (বারো) মাসের জন্য চুক্তি করা যাবে। মাস বলতে বুঝাবে, ‘যেদিন থেকে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেদিন থেকে পরবর্তী ২৯ দিন অর্থাৎ মোট ৩০ দিন’।
০৫) চুক্তিবদ্ধ সময়ের পর বিজ্ঞাপন-চুক্তি নবায়ন করতে হবে।
০৬) বিজ্ঞাপনের মূল্য তালিকা যে কোন সময় পরিবর্তিত হতে পারে, তবে যে সময়ের জন্য গ্রাহক মূল্য পরিশোধ করেছেন, সে সময়ের জন্য তাকে আর অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে না।
০৭) যেকোনো বিজ্ঞাপন প্রকাশ অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের বিষয়ে Phoring Media™, LLC কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
০৮) “আগে এলে আগে পাবেন” ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
০৯) সার্ভারের সমস্যা বা সাইট রক্ষণাবেক্ষণের জন্য বা কোন দূর্ঘটনা বা অন্য যে কোন কারনে সাইট অনলাইনে না থাকলে তার জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না এবং গ্রাহককে অফলাইনে থাকা সময়টুকু ক্ষতিপূরণ হিসেবে পরবর্তীতে পূরণ করে দেয়া হবে। তবে জাতীয় দূর্যোগ যেমন ফাইবার অপটিক ক্যাবলে ত্রুটি ইত্যাদি যেকোন জাতীয় দূর্যোগে দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে তা এই ক্ষতিপূরণের আওতায় আসবে না।
১০) বিজ্ঞাপন বাতিলের ক্ষেত্রে Phoring Media™, LLC সংশ্লিষ্ট বিজ্ঞাপনের মূল্যের হার ২৫% কেটে রাখবে।
১১) Phoring Media™, LLC যে কোন প্রকাশিত বিজ্ঞাপন বাতিল বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
১২) কোন পূর্ব ঘোষনা দিয়ে বা না দিয়ে Phoring Media™, LLC কর্তৃপক্ষ এই শর্ত সমূহের যে কোনটি যে কোন সময় পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধনের সম্পূর্ন ক্ষমতা সংরক্ষণ করে.