br-EQফড়িং মিডিয়া – স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মাটিতে গত ৩৩ বছর একবারও জয়ের মুখ দেখেনি ব্রাজিল। তবে সেই আক্ষেপ ঘুচালেন নেইমাররা। বৃহস্পতিবার রাতে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রোজারিও মিকালের দল।

প্রতিপক্ষের মাঠে পেনাল্টি গোল থেকে ব্রাজিলকে প্রথমে এগিয়ে নেন নেইমার। এরপর ব্রাজিলের অলিম্পিক হিরো গ্যাব্রিয়েল জেসাস জাতীয় দলে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন।

ইকুয়েডরের রাজধানী কিটোয় প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য ব্রাজিলকে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৬৮তম মিনিটে জেসাসকে ইকুয়েডর গোলরক্ষক ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি সদ্য ব্রাজিলের অধিনায়কত্ব ছেড়ে দেয়া নেইমার।

৭৬তম মিনিটে বড় ধরনের ধাক্কা খায় ইকুয়েডর। অগাস্তোকে বাজে ট্যাকল করে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হুয়ান কার্লোস। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

এই সুযোগে স্বাগতিকদের চেপে ধরে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে মার্সেলোর বুদ্ধিদীপ্ত পাস থেকে দুর্দান্ত ব্যাক-হিলে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে ফেলেন জেসাস।

ইনজুরি সময়ের খেলা চলাকালীন নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন জেসাস। নেইমারের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ম্যানচেস্টার সিটির নতুন রিক্রুট জেসাস। এই জয়ের ফলে ২০১৮ বিশ্বকাপের বাছাইপের্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে চারে ওঠে এল ব্রাজিল।