ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: দেশে কোনো ধরণের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কাজী রিয়াজুল হক বলেন, একটি সভ্য দেশে আইন আদালত থাকবে, কিন্তু সেখানে বিচার হবে না তা কাম্য হতে পারে না।
বুধবার নিজ কার্যালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের কারণেই দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে। তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব কাজী রেজাউল হক। আজ তিনি কর্মস্থলে যোগদান করেন। কাজী রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত সংস্থাটির সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।