ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার দূরে বালিজান বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা ও গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি বলে দাবি প্রশাসনের। শুক্রবার আসামের কোকরাঝড়ে বালানি তিনালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ একটি অটোতে চেপে ৫-৭ জনের অস্ত্রধারী একটি দল বালিজান বাজারে নেমেই এলোপাথারি গুলি চালাতে থাকে। সেই সঙ্গে গ্রেনেড নিয়ে হামলা চালায়। ব্যস্ত বাজারে আচমকাই হামলা চালানোয় দিশেহারা হয়ে পড়েন মানুষ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি।