ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: গাইবান্ধা জেলা সদরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। বুধবার রাত দশ টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতর নাম ইসমাইল হোসেন (৪০)। সে ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) উজ্জল জানান, ইসমাইল হোসেন মঙ্গলবার মধ্যরাতে প্রতিবেশী এক প্রতিবন্ধীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেলে ইসমাইল হোসেন পালিয়ে যান।
এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাই বাদী হয়ে তাকে অভিযুক্ত করে থানায় মামলা দেন। এরই প্রেক্ষিতে ইসমাইলকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইসমাইল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহারিয়ার জানান, আটক ইসমাইল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।