বৈশাখের প্রথম প্রহরে সাজসজ্জা ভাবনায় অস্থির হয় প্রাণচিত্ত। কিভাবে মেকাপটা নিবেন, কেমন করেই বা গ্রীষ্মের দাবদাহের মধ্যেও নিজেকে সুন্দর রাখবেন সারাদিন। নতুন বছরের নতুন দিন বলে কথা। তাই চিন্তা তো একটু হবেই। ভাবনা নেই বৈশাখের প্রথমদিনটার রূপচর্চার টিপস নিয়েই আমাদের এবারের আয়োজন। বরাবরের মতই এই টিপসগুলো দিয়েছেন রূপচর্চা ও ফ্যাশন বিশেষজ্ঞ জেরিন ফারজানা। চলুন তাহলে জেনে নেয়া যাক পয়লা বৈশাখে আপনার রূপচর্চার সাতকাহন।

সাথে রাখুন
বৈশাখের প্রথম দিনটা যে রৌদ্রজ্জ্বল হয় এটা আমরা সবাই জানি তাই প্রস্ত্তত থাকতে হবে হাত পাখা, টিস্যু, টোনার, ফেইশ পাওডার, টিপষ্টিক ইত্যাদি সাথে নিয়ে। কারণ মেলা কিংবা উৎসবে ভিড়ে রোদের তাপে যেকোন সময় আপনার মেইক আপটা নষ্ট হয়ে যেতে পারে।
গরমের মেইক আপ
গ্রীষ্মের গরমে মেইক আপ হতে হবে একবারে ন্যাচারাল। মনে রাখবেন ন্যাচারাল শেইডের বেশি মেইক আপ ভালো করে মুখে মিশে যাবে। আর এক্ষেত্রে পানি দিয়ে স্প্রে করে এরপর লুজি পাউডার দিয়ে চেপে ভালো করে মেইক আপ মুখের ত্বকের সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে মেইক আপটা ওয়াটার প্রুফ হয়ে যাবে। মেইক আপ করার আগে টোনার এবং এরপর সান স্কিন ব্যবহার করে মেইক আপ করুন। এতে করে প্রচন্ড গরমেও আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
চোখের সাজ
রমনীর চোখ তাঁর সৌন্দর্য বাড়িয়ে দেয় শতগুণ। বৈশাখের প্রথম দিনে চোখের সাজের ক্ষেত্রে ,চোখে একটু উজ্জ্বল এবং বৈচিত্রময় রঙ ব্যবহার করলে আপনাকে ভালো লাগবে। রঙের ক্ষেত্রে সবুজের হালকা ও গাঢ় শেইডটি ব্যবহার করতে পারেন। আর বর্ডার লাইনে হলুদের গাঢ় এবং হালকা দুটি শেইডই ব্যবহার করতে পারেন। ওয়াটার প্রুফ আই লাইনার ব্যবহার করে এর পর গাঢ় কালো পেন্সিল দিয়ে আরো একবার হালকা টান দিয়ে নিবেন ন্যাচারাল লুকের জন্য। আর চোখের ভেতরের দিকে কাজল লাগালে চোখটা ঠিক মেঘলা আকাশের মতই শান্ত , গভীর আর আকর্ষনীয় দেখাবে।

চুলের সাজ
চুলে হালকা খোঁপা আর লাল গোলাপ কপালে লাল বড় টিপতো বৈশাখের বিশেষত্ব। তবে একটু আলাদা ইমজের জন্য অর্কিড ব্যবহার করতে পারেন।
সূত্রঃ ইউনাইটেড নিউজ ২৪ »লাইফ স্টাইল