ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: এবার রূপ খুলবে গ্রীষ্মেও !রূপের কোনও কমতি রাখলে চলবে না। তাই অনেক মহিলাই মেকআপ করেন প্রত্যেকদিন। বিশেষ অনুষ্ঠানে জমকালো সাজতে হোক বা জাস্ট বাইরে যাওয়ার আগে, রূপে মেকআপের টাচ চাই-ই চাই। মেকআপ করলে সুন্দর দেখায় বটে, তবে এর কারণে হতে পারে ত্বকের ক্ষতি। ত্বকে দেখা দিতে পারে নানারকমের অ্যালার্জি।
তাই মেকআপ করার আগে আপনাকে হতে হবে সচেতন। সেইসঙ্গে বিউটি প্রোডাক্ট বেছে নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা জরুরি। বিউটি প্রোডাক্টের ঝুলিতে হাত দেওয়ার আগে জেনে নিন কোন প্রোডাক্টটি আপনার ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে –
স্কিন টোন ও কমপ্লেকশন : বাজারে গিয়ে যা পেলেন কিনে নিলেন, এমনটা একেবারেই করা উঠিত নয়। সবার প্রথমে দেখে নেওয়া জরুরি, প্রোডাক্টটি আদতেও আপনার স্কিন টোন ও কমপ্লেকশনের সঙ্গে মানানসই কিনা। নয়তো ভুল প্রোডাক্টের ব্যবহারে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে।
একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট : ত্বকের উপর বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়া উচিত নয়। সে সেন্সিটিভ বা নর্মাল ত্বক হোক না কেন। বিউটি প্রোডাক্ট যেকোনও একটি ব্র্যান্ডের ব্যবহার করা ভালো। তাতে ত্বকের ক্ষতির সম্ভাবনা কম থাকে। একাধিক প্রোডাক্টের ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
মিনারেল মেকআপ : গরমকালে মেকআপ করুন বুঝেশুনে। প্রচণ্ড গরমে এমনিতেই ত্বক ম্লান হয়ে যায়। তার উপর যদি মেকআপে হয় ভুলচুক, তবে কিন্তু বিপদ। গরমকালের জন্য চাই মিনারেল মেকআপ প্রোডাক্ট। তা অন্যান্য মেকআপের মতো ত্বকের রোমকূপগুলোকে বন্ধ করে দেয় না। ত্বক ক্ষতির হাত থেকে বাঁচে।
কমপ্যাক্ট : অনেকেই ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনতে ফাউন্ডেশন ব্যবহার করেন। কিন্তু ফাউন্ডেশনের গাঢ়ভাব ত্বকের রোমকূপগুলিকে বন্ধ করে দেয়। বিউটি এক্সপার্টদের মতে এর কারণে ত্বকে নানারকম সমস্যা দেখা দিতে পারে। তাই ফাউন্ডেশনের বদলে ব্যবহার করুন ভালো মানের কমপ্যাক্ট।
টোনার : মুখে মেকআপ লাগানোর আগে টোনার কিন্তু মাস্ট। তাতে চেহারায় আসে উজ্জ্বলতা। টোনারের ব্যবহারে ত্বকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা দূর হয়। ওয়াটার বেসড্ টোনারই ত্বকের জন্য ভালো।
এক্সপায়ারি ডেট : যে কোনও বেউটি প্রোডাক্ট কেনার আগে তার এক্সপায়ারি ডেট চেক করে নিন। নয়তো পরে ভোগান্তির শেষ থাকবে না। অনেকে আবার ডেট পেরিয়ে গেলেও বিউটি প্রোডাক্টগুলি ফেলে দিতে পারেন না। এই ভুল ভুলেও করবেন না। মেয়াদ পেরিয়ে যাওয়া প্রোডাক্টে ত্বকে অ্যালার্জি হতে পারে।
যে কোনও বিউটি প্রোডাক্ট কেনার বা ব্যবহার করার আগে দেখে নেওয়া জরুরি তা ত্বকের জন্য ক্ষতিকারক কি না। তাই হাতের উপর বা ত্বকের ছোটো অংশে সামান্য বিউটি প্রোডাক্ট লাগিয়ে দেখুন। কোনওরকম ইরিটেশন হচ্ছে কি না। সেই বুঝে বেছে নিন বিউটি প্রোডাক্টগুলি।