ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রত্যেক পুরুষেরই স্পার্মকাউন্ট জানার ইচ্ছে থাকে! কিন্তু অনেক সময়ে তা সম্ভব হয়ে ওঠে না। আবার ডাক্তারের কাছে গিয়েও তা জানার সম্ভব হয় না। একটা লজ্জাবোধ কাজ করে তো!! তবে এবার আর চিন্তা নেই।

স্পার্মকাউন্ট করতে আর আপনাকে কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই এবার জেনে নিতে পারবেন আপনার স্পার্ম কত? কেউই নাকি জানতে পারবে না। এমনটাই দাবি করছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, হাতে থাকা স্মার্টফোনেই সম্ভব স্পার্ম কাউন্ট করা। শুধু স্পার্ম কাউন্ট নয়, স্পার্ম কতটা শক্তিশালী তাও জানা যাবে এর মাধ্যমে। শুধু লাগবে মাইক্রোস্কোপিক ক্যামেরা। যা কিনা শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকের দল মাইক্রোস্কোপিক ক্যামেরাটি আবিষ্কার করেছে ৷

ক্যামেরার লেন্স যে কোনও ছবিকে ৫৫৫ গুণ বড় করে দেখাতে পারে। আর এই ক্যামেরাই স্পার্মের ছবি তুলে দেবে। সেই ছবি থেকেই জানা যাবে শরীরের স্পার্ম কাউন্ট কত এবং তা কতটা শক্তিশালী ৷ যে কোনও অডিনারি একটি স্মার্টফোনেই সম্ভব এভাবে স্পার্ম কাউন্ট করা।

সূত্র: কলকাতা২৪