bobiফড়িং মিডিয়া – বিনোদন ডেস্ক: ইফতেখার চৌধুরী পরিচালিত এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববির অভিনীত পরবর্তী সিনেমা ‘বিজলী’। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে।

সম্প্রতি এ সিনেমায় যুক্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। এ সিনেমায় সুনিধির একটি গানের সঙ্গে ‘বিজলী’ সিনেমার বিহান্ড দ্য সিন প্রকাশ করেছে সিনেমা সংশ্লিষ্টরা। বিহাইন্ড দ্য সিনে সুনিধির গানটির রেকর্ডিংয়ের দৃশ্য ও ববির গানের দৃশ্যের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘আগামী মাস থেকে বিজলী সিনেমার শুটিং আবারও শুরু করব। সিনেমার কাজ দারুণ হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার সুপার হিরোইন চরিত্রে দেখা যাবে ববিকে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববি স্টার’র ব্যানারে নির্মিত হচ্ছে।