ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: দেশের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাককে আয়কর হিসেবে ৪০৪ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন। ঢাকার কমিশনার অফ ট্যাক্সেসের করা পৃথক ১১টি আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। গত ১১টি করবর্ষের আয়কর নিয়ে মামলায় যায় বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)।
কর আপিল ট্রাইব্যুনাল ব্রাককে আয়কর বাবদ ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের সিদ্ধান্ত দেয়। কিন্তু কর আপিল ট্রাইব্যুনালের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যায় প্রতিষ্ঠানটি।
হাইকোর্ট কর অব্যাহতি দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষে রায় দেয়। কিন্তু আপিল বিভাগে নির্ধারিত আয়কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় প্রদান করেন। এর ফলে তাদের এখন আয়করের ওই অর্থ পরিশোধ করতেই হবে।
রায়ের পর রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর শুভ্র বলেন, ‘ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয় বলে আপিল বিভাগ ১১টি আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন। এর ফলে ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে।’
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যার্টনি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুনানি করেন। ব্র্যাকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান। বার্ষিক একশ কোটি ডলার ব্যয় এবং লক্ষাধিক কর্মী নিয়ে বিশ্বের বৃহত্তম এনজিও বাংলাদেশের ব্র্যাক। ১৯৭২ সালে বাংলাদেশে শুরুর পর এখন বিশ্বের আরও ১১টি দেশে এই এনজিওটির কার্যক্রম বিস্তৃত।