ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে কয়েক হাজার তরুণকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সরকার। অনলাইনে হামলা মোকাবেলায় দেশটি এই কর্মসূচী হাতে নিয়েছে। নতুন এই প্রকল্পে (Cyber Schools Programme) তরুণদের কিছু বিষয়ে শিক্ষা দেয়া হবে। এর মাধ্যমে তারা ব্রিটেনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠায় আগাম সতর্কতা অবলম্বন করছে ব্রিটেন। পাশাপাশি অনলাইনে গুপ্তচরবৃত্তিতে চীনের নাম ওঠায় শঙ্কা আরও জোড়ালো হয়েছে। সাইবার যুদ্ধে রাশিয়া ও চীন ছাড়াও যে সংগঠনকে নিয়ে উদ্বেগ রয়েছে তা হল, আইএস। কথিত ইসলামী এই জঙ্গি সংগঠনটি সাইবার হামলার জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। এমন গোয়েন্দা তথ্যের পর অন্য দেশগুলোর মতো সাইবার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রিটেনও।

ব্রিটিশ সরকার তাই সাইবার হামলার ঝুঁকি কমাতে বিশেষ বাহিনী গঠনে উদ্যোগ নিয়েছে। ত্রিমুখী হামলা ঠেকাতে তাই তৈরি করা হচ্ছে নতুন প্রজন্মের কয়েক হাজার সদস্যকে। অনেকের মধ্য থেকে বাঁছাই করে নির্বাচিত সদস্যদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। নিয়মিত পাঠ্যের বাইরে এই প্রশিক্ষণের জন্য বাজেটে অতিরিক্ত ২ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে টেরেসা সরকার।

দেশটির ডিসিএমএস (Department for Culture, Media and Sport) এর অধীনে ১৪ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের এই শিক্ষা দেয়া হবে। ব্রিটিশ সরকারের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে অন্তত ৫ হাজার ৭শ’ জনকে এই বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।  কর্তৃপক্ষ বলছে, এসব তরুণদের বিশেষ প্রশিক্ষণ দেয়া সম্ভব হলে ভবিষ্যতের সাইবার হামলা ঠেকাতে অনেকটাই সক্ষমতা অর্জন করবে ব্রিটেন।