Rock-stars wanted for Phoring Media™ LLC !
আপনি কি একজন অনুপ্রাণিত ব্যক্তি? Phoring Media™ LLC এর একটি অংশ হতে প্রস্তুত?
আপনি যদি সৃজনশীল, স্মার্ট এবং আরো সৃজনশীলতার সাথে অন্যদের সাহায্যে উৎসাহী হন, তাহলে আমরা আপনার জন্য অপেক্ষা করছি।
Phoring Media™ LLC কিছু মেধাবী ও প্রগতিশীল ব্যক্তি নিয়োগের পরিকল্পনা করেছে, যারা নতুন/স্বাতন্ত্র্য কিছু করবে এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। আবেদনকারীর সর্বোচ্চ নৈতিক মান, বলিষ্ঠ নেতৃত্বের দক্ষতা, উন্নত বিচার দক্ষতা, ব্যক্তিগত উদ্যোগের ধারনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে।
আপনি ঠিকই অনুমান করেছেন, আপনি কোন শিক্ষাগত পটভূমি থেকে এসেছেন আমরা সেই বিষয়ে পরোয়া করি না বরং আপনি কি করতে পারবেন আমরা সেই বিষয়েই মনোযোগী।
আমরা সব মজা প্রেমময় মানুষে পূর্ণ একটি দল। আপনি কি করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি উৎসাহী হবেন এটা দেখে যে আমরা কি করছি এবং আপনি আপনার কাজ হাসির সাথে করবেন।
Are you an inspired individual? Ready to be a part of Phoring Media™ LLC ?
If you’re creative, smart and passionate about helping others more creatively then we are waiting for you.
Phoring Media™ LLC is planning to recruit some bright and dynamic individuals, who will make a difference and drive towards success. Applicants must have the highest ethical standards, strong leadership skills, excellent judgment, a sense of personal initiative and problem solving abilities.
You might have rightly guessed, we do not care what educational background you are from rather we are concerned about what you are able to do.
We are a team full of all fun loving people. What matters most is that you rock at what you do, you’re passionate about what we are doing and you do your work with a smile.
অনলাইন নিউজ পোর্টাল Phoring Media™ LLC এর জন্য দেশ ও বিদেশে অবস্থিত লেখক ও সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি| Phoring Media™ LLC এর জন্য কিছু সংখক সেচ্ছাসেবী লেখক ও প্রতিনিধি প্রয়োজন। আগ্রহীদেরকে এই মিডিয়ার সম্পাদকের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে|
আমাদের এই নিউজ পোর্টালের প্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর যেকোন দেশের বাংলাভাষী ব্যক্তি আবেদন করতে পারবেন| এছাড়া দেশের সকল জেলা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা আমাদের সাইটে নিয়মিত লিখতে চাইলে আবেদন করতে পারবেন|
চাইলে যেকোন ব্লগার যেকোন জায়গা থেকে লিখতে পারবেন আপনার পছন্দমত যেকোন বিষয় নিয়ে| আমরা পুরাতনদের পাশাপাশি নতুনদেরকে বিশেষ ভাবে প্রাধান্য দিতে চাই| আপনার ছবি ও সিভি পাঠাতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরন করুন।
স্বেচ্ছাসেবী প্রতিনিধি হিসেবে আবেদনের নিয়ম
১। আমাদের নির্ধারিত ফরমটি ডাউনলোড করতে হবে।
২। ফরমটি ডাউনলোড করার পর তা A4 সাইজে প্রিন্ট করতে হবে।
৩। ফরমটি সঠিক ও নির্ভূলভাবে পূরণ করার পর তা স্ব–হস্তে স্বাক্ষর করে স্কান করতে হবে।
৪। স্কানকৃত A4 সাইজের ফরমটি আমাদের নির্ধারিত ই–মেইল এর মাধ্যমে জমা দিতে হবে।
ফরম পূরণে গুরুত্বপূর্ণ বিষয়
১। ফরমে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর থাকতে হবে।
২। ভোটার আইডি কাডের ১ম অংশ ও ২য় অংশ উভয়ই থাকতে হবে।
৩। আলাদাভাবে ইমেইলে পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে, যা পরবর্তিরে ID CARD এ ব্যবহার করা হবে।
৪। যেকোন প্রয়োজনে যোগাযোগের জন্য অন্তত দুইজনের মোবাইল নাম্বার দিতে হবে।
ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ Application Form
ফরমটি পূরণ করে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে হবে-
ওয়েবসাইট: https://www.Phoring Media™ LLC
সম্পাদকের মোবাইল নাম্বার:
সম্পাদকের সাথে যোগাযোগের ঠিকানা: A-2, Thana Road, Dhamrai – 1350, Dhaka.
প্রতিনিধি হিসেবে বর্তমান সুযোগ–সুবিধা
Phoring Media™ LLC নতুক নিউজ পোর্টাল হওয়ায় নিম্নোক্ত সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে–
১। Phoring Media™ LLC কর্তৃপক্ষ্য কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার এক মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।
২। অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী Phoring Media™ LLC এর প্রতিনিধি পদ প্রদান করা হবে।
২। তিন মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের Phoring Media™ LLC এর পিভিসি কার্ড প্রদান করা হবে।
৩। এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসাবে প্রদান করা হবে।
৪। অন্যান্য সুযোগ–সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।
লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়
১। কোন কপি রাইট লেখা পাঠানো যাবে না।
২। প্রেরিত লেখার সাথে সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠাতে হবে।
৪। UNICODE ফন্টে কম্পিউটারে টাইপকৃত ডকুমেন্ট আকারে লেখা পাঠাতে হবে।
৫। প্রতিবেদনে প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর থাকবে হবে।
সময়–০৯.০০– ১২.০০, দুপুর ১২.০০– ০৪.০০টা, বিকালঃ ০৪.০০–০৯.০০টা এই তিন ধাপেই কেবল লেখা পাঠাতে হবে।
৬। কোন প্রতিবেদন পাঠাতে দেরি করা যাবে না। প্রতিবেদন তৈরি করার সাথে সাথেই পাঠাতে হবে।
1. ফরম ডাউনলোড Download Form
Send an email describing you include contact details and your intarest. You have an option to choose category or we assigned you some category. If you are interested to represent your area or organization you need to describe in your email.
Apply Now: [email protected]
If you are a student you can represent your school / college / university. If you are not a student you can represent your area.
Apply Now: [email protected]
By joining our team you became a writer. You are a correspondent of Phoring Media™ LLC, if you represent your area or org. you are the correspondent of Phoring Media™ LLC for that area or org.
Apply Now: [email protected]
It’s not a problem, you can join from any country.
Apply Now: [email protected]