Rock-stars wanted for Phoring Media™ LLC !

 

লেখক/প্রতিনিধি আবশ্যক

অনলাইন নিউজ পোর্টাল Phoring Media™ LLC এর জন্য দেশ ও বিদেশে অবস্থিত লেখক ও সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি| Phoring Media™ LLC এর জন্য কিছু সংখক সেচ্ছাসেবী লেখক ও প্রতিনিধি প্রয়োজন। আগ্রহীদেরকে এই মিডিয়ার সম্পাদকের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে|

আমাদের এই নিউজ পোর্টালের প্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর যেকোন দেশের বাংলাভাষী ব্যক্তি আবেদন করতে পারবেন| এছাড়া দেশের সকল জেলা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের সাইটে নিয়মিত লিখতে চাইলে আবেদন করতে পারবেন|

চাইলে যেকোন ব্লগার যেকোন জায়গা থেকে লিখতে পারবেন আপনার পছন্দমত যেকোন বিষয় নিয়ে| আমরা পুরাতনদের পাশাপাশি নতুনদেরকে বিশেষ ভাবে প্রাধান্য দিতে চাই| আপনার ছবি ও সিভি পাঠাতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরন করুন।

How to apply for joining Phoring Media™ LLC ?

স্বেচ্ছাসেবী প্রতিনিধি হিসেবে আবেদনের নিয়ম

১। আমাদের নির্ধারিত ফরমটি ডাউনলোড করতে হবে।

২। ফরমটি ডাউনলোড করার পর তা A4 সাইজে প্রিন্ট করতে হবে।

৩। ফরমটি সঠিক ও নির্ভূলভাবে পূরণ করার পর তা স্বহস্তে স্বাক্ষর করে স্কান করতে হবে

। স্কানকৃত A4 সাইজের ফরমটি আমাদের নির্ধারিত ইমেইল এর মাধ্যমে জমা দিতে হবে।

ফরম পূরণে গুরুত্বপূর্ণ বিষয়

১। ফরমে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর থাকতে হবে।

২। ভোটার আইডি কাডের ১ম অংশ ও ২য় অংশ উভয়ই থাকতে হবে।

৩। আলাদাভাবে ইমেইলে পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে, যা পরবর্তিরে ID CARD এ ব্যবহার করা হবে।

৪। যেকোন প্রয়োজনে যোগাযোগের জন্য অন্তত দুইজনের মোবাইল নাম্বার দিতে হবে।

ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ Application Form

ফরমটি পূরণ করে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে হবে-

1) [email protected]

ওয়েবসাইট: https://www.Phoring Media™ LLC

সম্পাদকের মোবাইল নাম্বার: 

সম্পাদকের সাথে যোগাযোগের ঠিকানা: A-2, Thana Road, Dhamrai – 1350, Dhaka.

প্রতিনিধি হিসেবে বর্তমান সুযোগসুবিধা

Phoring Media™ LLC নতুক নিউজ পোর্টাল হওয়ায় নিম্নোক্ত সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে

১। Phoring Media™ LLC কর্তৃপক্ষ্য কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার এক মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।

২। অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী Phoring Media™ LLC এর প্রতিনিধি পদ প্রদান করা হবে।

২। তিন মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের Phoring Media™ LLC এর পিভিসি কার্ড প্রদান করা হবে।

৩। এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসাবে প্রদান করা হবে।

৪। অন্যান্য সুযোগসুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়

১। কোন কপি রাইট লেখা পাঠানো যাবে না।

২। প্রেরিত লেখার সাথে সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।

৩। নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠাতে হবে।

৪। UNICODE ফন্টে কম্পিউটারে টাইপকৃত ডকুমেন্ট আকারে লেখা পাঠাতে হবে।

৫। প্রতিবেদনে প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর থাকবে হবে।

সময়০৯.০০১২.০০, দুপুর ১২.০০০৪.০০টা, বিকালঃ ০৪.০০০৯.০০টা এই তিন ধাপেই কেবল লেখা পাঠাতে হবে।

৬। কোন প্রতিবেদন পাঠাতে দেরি করা যাবে না। প্রতিবেদন তৈরি করার সাথে সাথেই পাঠাতে হবে।

Download Form & Font

1. ফরম ডাউনলোড Download Form

Would you like to join our team ?

Send an email describing you include contact details and your intarest. You have an option to choose category or we assigned you some category. If you are interested to represent your area or organization you need to describe in your email.

Apply Now: [email protected]

Which organization i can represent ?

If you are a student you can represent your school / college / university. If you are not a student you can represent your area.

Apply Now: [email protected]

By joining what can I do ?

By joining our team you became a writer. You are a correspondent of Phoring Media™ LLC, if you represent your area or org. you are the correspondent of Phoring Media™ LLC for that area or org.

Apply Now: [email protected]

I am from a different country ?

It’s not a problem, you can join from any country.

Apply Now: [email protected]