ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর ও ফরিদুপরে সংযোগ ব্রিজ ভেঙে পড়ে মো. রবিন হাওলাদার (২৪) নামের এক চৌকিদারের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ইউপি সদস্যসহ আরো দু’জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রবিন হাওলাদার দুর্গাপুর ইউনিয়নের চৌকিদার ও পাটকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

শার্শী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুপুরে কাকরদা বাজার থেকে টেম্পুযোগে চাল নিয়ে যাচ্ছিলেন হতাহতরা। পথে ঘটনাস্থলের ওই ব্রিজে উঠলে তা ভেঙে পড়ে।

 এ সময় ঘটনাস্থলেই চৌকিদার রবিনের মৃত্যু হয় এবং দুর্গাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান ও ট্যাম্পু চালক আহত হন।