ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রোববার(২৩ এপ্রিল) বিকেলে কাজীর বাজার এলাকায় যৌতুকের জন্য জামাই-শ্বশুরের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ৭জন আহত হয়েছে|
আহতরা হলেন, উপজেলার গড্ডিমারী গ্রামের আব্দুল হামিদ(৬০), স্ত্রী কমলা খাতুন (৪৫),তার মেয়ে ছাবিনা ইয়াসমি (১৯), ছেলে আসাদুজ্জামান(২২) এবং পশ্চিম বেজগ্রামের নুরল ইসলাম(৫৮) তার ছেলে রফিুকুল ইসলাম (২১) মেয়ে নিলুফা (২৫)।
দুই এলাকাবাসী জানান, উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নুরল ইমলামের ছেলে রফিকুল ইসলামের সাথে দুই বছর আগে প্রেম পরিনয় বিয়ে হয় পাশ্ববর্তী সিংঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আব্দুল হামিদের মেয়ে ছাবিনা ইয়াসমিন (১৮)।বিয়ের বছর না পেরুতেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন রফিকুল ইসলাম। গত শুক্রবার রাতে যৌতুকের এক লাখ টাকার জন্য ছাবিনাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী রফিকুল।
এই ঘটনা কে কেন্দ্র করে রোববার দুপুরে যৌতুক নিয়ে ছাবিনার ভাই আসাদুজ্জামানের সাথে মোবাইল ফোনে বিতর্ক বাঁধে রফিকুলের। পরে বিকেলে রফিকুল দেশী অস্ত্রসহ দলবল নিয়ে শ্বশুর বাড়িতে হামলা চালায়। চলে দু’পক্ষের সংঘর্ষ। এতে রফিকুলের বউ, শ্বশুর-শ্বাশুড়ি, বোন, বাবা ও শ্যালকসহ ৭জন আহত হন।ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করে নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।