ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে স্বামীকে আটকে রেখে শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বেতাগী উপজেলার হোসনাবাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেতাগী উপজেলার হোসনাবাদের কদমতলা গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদার এর ছেলে আবদুর হাকিম হাওলাদার (৪৫) ও একই গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে কুদ্দুস কাজী (৪২)।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে বৃহস্পতিবারের ঘটনায় ঘটনাস্থলে থেকে অভিযুক্তদের বিভিন্নভাবে উৎসাহিত করার পাশাপাশি ঘটনার পর তাদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করার প্রমাণ পেয়েছে পুলিশ। তাই তাদের আটক করা হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর রশীদ জানান, শুক্রবার দিবাগত রাতে হোসনাবাদের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের তদন্তে আটকদের ধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের ভুক্তভোগী ওই শিক্ষিকার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।