ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে মেহেরাজ হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে মেহেরাজকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মেহেরাজ সুদিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি হাজীগঞ্জ মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শিশুটির পরিবার ও থানায় মামলা সুত্রে জানা গেছে, শিশুটি নানার বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। তার মা ঢাকায় একটি দোকানে চাকরি করেন। মেহেরাজ সম্পর্কে শিশুটির মামা হয়। এ বাড়িতে থাকা অবস্থায় মেহেরাজ শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে।

মামলার এজহারে বলা হয়, সর্বশেষ গত ৯ আগস্ট শিশুটিকে মেহেরাজ ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে আপোষ মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মেয়ের মা এতে রাজি ছিলেন না। পরে শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মেহেরাজকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মেয়েটির মা সাংবাদিকদের জানায়, বাড়িতে সবার অগচরে মেহেরাজ একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে। আমি ছুটি না পাওয়ায় বাড়িতে আসতে পারিনি। যে কারণে মামলা করতে দেরি হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, আসামিকে আটকের পর সে নিজেই ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নান জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।