ফড়িং মিডিয়া – কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অর্থবছরে বৃহত্তর কুমিল্লায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১০৪ কিলোমিটার চারলেন রাস্তার কাজ শুরু হবে। বুধবার বিকেলে কুমিল্লা-সিলেট সড়কের সাহেবাবাদ এলাকায় ওয়েট স্কেল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

seto-montiওবায়দুল কাদের বলেন, ভারত সরকারের সহায়তায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বৃহত্তর কুমিল্লার আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তার চারলেনের কাজ শুরু হবে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার ধরকার থেকে কুমিল্লার ময়নামতি এলাকা পর্যন্ত ৫৪ কিলোমিটার রাস্তার চারলেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে করা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা। চারলেনের এই কাজটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর প্রকল্পের কাজ বলে মন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন।