ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের ভোটে প্রতিষ্ঠিত সংসদে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। এ সার্বভৌম সংসদে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের। এর বাইরে কারো হাত লম্বা হলে কেটে দিবো।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই। সেই নির্বাচনে হারি-জিতি জনগণের রায় মেনে নিব। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে জানিয়ে তিনি বলেন, একাত্তরের ঘাতক, পঁচাত্তরের খুনী এবং জঙ্গীবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। আবার ষড়যন্ত্র চলছে, কিন্তু লাভ নেই। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা জনগণকে নিয়ে আগামীতেও সরকার গঠন করবো।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।