originalফড়িং মিডিয়া – লাইফস্টাইল ডেস্ক: কম-বেশী চুলে খুশকির সমস্যা অধিকাংশ মানুষেরই থাকে। খুশকির ফলে অনেক সময় অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

খুশকি হওয়ার নির্দি ষ্খুট কোন কারন নেই। এটা হতে পারে নানা কারণে হতে পারে। কারন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, অনিয়মিত চুল ধোয়া, মাথার চামড়া শুষ্ক হয়ে গেলে, সঠিক ডায়েটের অভাবে, দূষণ, কিছু নির্দিষ্ট কেমিক্যালের জেরে ইত্যাদি। শুনলে অবাক হবেন যে, অনেক সময় দুশ্চিন্তার কারণেও খুশকির সমস্যা বাড়তে পারে।

তাই খুশকি দূর করার জন্য জেনে নিন সহজ কিছু ঘরোয়া উপায়:

* নিম: নিম পাতার পেস্ট তৈরি করে তা স্কাল্পে লাগান। কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন। এতে খুশকি দূরের পাশাপাশি চুল উজ্জ্বল ও সিল্কের মতো হবে।

* অ্যালোভেরা: অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। কিছুদিন অ্যালোভেরার রস মাথায় লাগালেই খুশকি দূর হবে।

* বেকিং সোডা: মাথার ত্বকে থাকা মরা চামড়া তুলে দিতে বিশেষ সাহায্য করে বেকিং সোডা। গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে তা স্কাল্পে লাগান। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।

* লেবু: মাথায় ময়লা জমে ত্বকের রন্ধ্র বুজে গেলে মাথায় স্বাভাবিক তেল উৎপাদনে বাধা পায়। ফলে খুশকির প্রকোপ বাড়তে থাকে। লেবুর রস এই বুজে যাওয়া রন্ধ্র আবার খুলে দেয়। এছাড়া মাথার ত্বকের পিএইচ ভারসাম্যকে স্বাভাবিক করে এবং চুলে নতুন উজ্জ্বল্য আনে। সুতরাং দুই টেবিল-চামচ লেবুর রস নিয়ে পুরো মাথায় চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার এক টেবিল-চামচ লেবুর রস নিয়ে এক কাপ পানিতে মেশান। লেবুর রস মেশানো পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। বেশ কিছুদিন এভাবে লেবুর রস লাগালে ভালো ফল পাবেন।

* অলিভ অয়েল: খুশকির সমস্যা দূর করতে অলিভ অয়েলের ব্যবহার নানা দেশে খুবই জনপ্রিয়। নিয়মিত জলপাই তেল ব্যবহারে খুশকি কমে। কারণ জলপাই তেল প্রাকৃতিকভাবেই ভালো ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবে কাজ করে বা ত্বকের আর্দ্রতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে।