ফড়িং মিডিয়া – স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দলে নেই প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। একই কারণে দলে নেই পেসার মরনে মরকেলও।

দলে ফিরেছেন পেসার ডেল স্টেইন ও অলরাউন্ডার ভেরনন ফিল্যান্ডার। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজের পর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার ওয়েইন পারনেলও।

De-Villiersডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় কনুইয়ে চোট পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। সেই চোট থেকে সেরে উঠতে এখনো ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে তার। ২০০৪ সালে অভিষেকের পর এই প্রথম চোটের কারণে টেস্ট খেলতে পারছেন না তিনি।