ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রতিটা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব চরিত্র থাকে। ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত দিল্লি ইউনিভার্সিটিরও নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আসলে এখানকার স্টুডেন্টরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে মানসিকতায় হয়তো থেকে কিছুটা আলাদা।
ফলে আপাতদৃষ্টিতে কিছু ‘উদ্ভট’ কাজকর্মের মাধ্যমে তাঁরা প্রায়শই উঠে আসেন খবরের শিরোনামে। তাঁদের সেরকমই একটি কীর্তির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিগত কয়েক মাস ধরে এই ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কী রয়েছে এই ভিডিওয়? ভিডিও-এ দেখা যাচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীকে। তাঁরা নেমে এসেছেন রাস্তায়। কারোর পরণে শর্টস আর টপ। কেউ বা পরে রয়েছেন জিনস কিংবা হট প্যান্টস। বোঝাই যাচ্ছে, সরাসরি গার্লস হোস্টেলের ঘর থেকে রাস্তায় এসে গিয়েছেন ছাত্রীরা।
তার পর ‘চণ্ডীগড় ওয়ালিয়ে’ গানের সঙ্গে তাঁরা শুরু করছেন উদ্দাম নৃত্য। একেবারে নিজস্ব ভঙ্গিমায় তাঁদের এই নাচ দেখতে রাস্তায় ভিড় জমে যাচ্ছে। কিন্তু ছাত্রীদের নজর নেই সে দিকে। তাঁরা বিন্দাস নেচে চলেছেন।
কেউ বা বিষয়টিকে নিছক অশ্লীলতা হিসেবে দেখছেন। তাঁদের মতে, প্রকাশ্য রাস্তায় মেয়েদের এমন নাচ মোটেই শোভন নয়। কেউ বা ভিডিও-টিকে ভারতীয় সমাজে মেয়েদের নবার্জিত স্বাধীনতার দৃষ্টান্ত হিসেবে দেখতে চাইছেন। তাঁরা বলছেন, নাচতে ইচ্ছে হলে সমাজের পরোয়া না করে মেয়েরা তো এই ভাবেই নাচবে।
সূত্র : এবেলা