ফড়িং মিডিয়া – ন্যাশনাল ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় ভিত্তিহীন মামলায় প্রহসমূলক সাজা দেয়ার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ-এর স্বাক্ষরিত এই কর্মসূচী ঘোষনা করা হয়।
কর্মসূচী হলঃ আগামী ১ ও ২ আগস্ট রোজ সোম ও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল হল ও অন্যান্য ইউনিট এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী যৌথ বিবৃতিতে আগামী ১ ও ২ আগস্ট রোজ সোম ও মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল হল ও অন্যান্য ইউনিটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যথাযথভাবে পালন করার আহবান জানান।