দেশে যখন শিক্ষা নিয়ে বানিজ্য চলছে অহর্নিশ।একটি কোচিং বা কিন্ডার গার্টেন খুলে যেখানে রাশি রাশি টাকা ইনকামের সুযোগ আছে,সেখানে অর্থবিত্তকে পায়ে দলে শিশু শিক্ষার্থীদের শিক্ষাদান ও শিক্ষকদের মান সম্মত শিক্ষাদানের কৌশল শেখানোর কাজে ব্যয় করছেন তার প্রতিটি দিন।তিনি হচ্ছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল আমিন।তিনি রুটিন করে প্রতিদিন বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ৯ টা থেকে ৪:৩০টা পর্যন্ত অবস্থান করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে পাঠদান করেন এবং শিক্ষকদেরকে পাঠদানের বিভিন্ন কৌশল শিক্ষা দিয়ে যাচ্ছেন।তার এই মহতি উদ্যোগ ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে।

জনাব মোঃ নুরুল আমিন আশির দশকে স্নাতক ডিগ্রি অর্জন করে অনেক লোভনীয় চাকুরি ছেড়ে হালাল জীবিকার সন্ধানে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন।প্রথমে মাধ্যমিক শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশায় আসলেও পরবর্তীতে তিনি পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকপদে যোগদান করেন।সুদীর্ঘকাল খামার ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকার পর সীচা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।”যে পদে জন্ম সে পদে মৃত্যু “- এই প্রবাদের জলন্ত উদাহরণ জনাব নুরুল আমিন। যতদিন সুস্থ আছেন ততদিন তিনি তার এই সেবামুলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।