ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: প্রভু ভক্ত কুকুরের অনেক গল্প আমরা পড়েছি।
অনেকেই বাড়িতে দেশি বিদেশি নানা প্রজাতির কুকুর পোষেন।
পুলিশও দুষ্কৃতি ধরতে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত কুকুরের সাহায্য নেয়।
তবে অংক শাস্ত্রে পারদর্শী কুকুর সচারচর দেখা যায় না।
পাওয়া গেছে এমন এক ভাইরাল ভিডিও যেখানে প্রভুর নির্দেশ মত এক সারমেয় অনায়াসেই যোগ, বিয়োগ, গুন, ভাগ করে দিচ্ছে।