ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: এক মহিলা ধর্ষণের অভিযোগ আনলেন উত্তরাখণ্ডের বি জে পি নেতা ও প্রাক্তন কৃষিমন্ত্রী হড়ক সিং রাওয়াতের বিরুদ্ধে। শুক্রবার রাতে দিল্লির সফদরজং থানায় এফ আই আর দায়ের করেছেন তিনি।

অভিযোগ, দু’‌বছর আগে দিল্লিতে গ্রিন পার্কের বাড়িতে ওই মহিলাকে ডেকে পাঠান রাওয়াত। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।

rape-minপুলিস জানিয়েছে তারা রাওয়াতকে জিজ্ঞাসাবাদ করবে। এর আগে ২০১৫ সালেও একবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাওয়াতের বিরুদ্ধে। সেই তদন্ত এখনও চলছে। তখন তিনি কংগ্রেসের নেতা ছিলেন।

২০১৬-‌তে উত্তরাখণ্ডে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাওয়াত বিদ্রোহ ঘোষণা করায় আরও সাত বিধায়কের সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পরে তিনি বি জে পি-‌তে যোগ দেন।‌‌‌