ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: গাইবান্ধায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে মামুন মিয়া (২৩) ও একই এলাকার নুর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৪)।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, ওই ইউনিয়নের তুলসীঘাট বাজারে একটি ফটোস্টুডিও রয়েছে মামুনের। ওই স্টুডিওতে ছবি তোলার সূত্রে মামুনের সঙ্গে পরিচয় ছিল ওই ছাত্রীর।

সেই সূত্র ধরে গত ২৫ মে বিকালে জোসনা বেগম নামে এক সহযোগীর মাধ্যমে তার বাড়িতে মেয়েটিকে ডেকে আনায় মামুন। পরে শাহীনের সহযোগিতায় মেয়েটিকে ধর্ষণ করে।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মার কাছে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি গোপন রেখে আপস করার চেষ্টা করে। কিন্তু পরে ঘটনা প্রকাশ হয়ে পড়লে সদর থানায় অভিযোগ করেন। মামলার পর মামুন ও শাহিনকে আটক করা হয়েছে এবং জোসনাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান তিনি।