ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্থানীয় বাজারে সন্ত্রাসীদের ছোড়া হাত বোমায় ও ছরাগুলিতে বিদ্ধ হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধদের নাম হল জাহের উদ্দিন (২০), এমরান হোসেন (৩৫), জামশেদ (১৮), রাকিব (১৭)। আশপাশের কেউ দেখার আগে সন্ত্রাসীরা গা ঢাকা দিতে সমর্থ হয়।
এদিকে গুলিবিদ্ধ রাকিব হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্র। কলেজে আসার পথে তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কলেজের ছাত্রদের মাঝে উত্তেজনা দেয়। পরে ছাত্রদের এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
এর আগে সোমবার গভীর রাতে একই ইউনিয়নের চরবগুলা গ্রামের সাখাওয়াত হোসেন (৩২),ও মোতাহের হোসেন বাবুল (৩৬) কে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘর থেকে ডেকে তুলে নিয়ে বাজারে নিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে ফেলে যায় বলে অভিযোগ তাদের স্বজনদের।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদূল মজিদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে উক্ত ঘটনাগুলি ঘটতে পারে। আমরা গভীর ভাবে দেখছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।