Hilariফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অধুনা ইতিহাসে প্রধান কোনও দলে ডনাল্ড ট্রাম্পের মতো এত বেশি অজনপ্রিয়তা নিয়ে আর কেউ প্রেসিডেন্ট প্রার্থী হননি, সেকথা প্রায়শঃই শোনা যায়। তবে তাই বলে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের খুশি হওয়ার কিছু নেই। এবারের নির্বাচনের এই প্রধান প্রার্থীও ক্রমেই হয়ে উঠছেন অজনপ্রিয় একজন।

আর সবশেষ জরিপতো বলছে, হিলারি তার ২৫ বছরের জনপ্রতিনিধিত্বের জীবনে আর কখনো সাধারণের এতটা অপছন্দের ছিলেন না। মোটেই ৪১ শতাংশ আমেরিকান এখন হিলারিকে পছন্দ করেন। আর ৫৬ শতাংশই তাকে পছন্দের চোখে দেখেন না। ওয়াশিংটন পোস্ট আই এবিসি নিউজের জরিপে এ তথ্যই বেরিয়ে এসেছে।

হিলারির প্রতি যুক্তরাষ্ট্রবাসীর এই নেতিবাচক মনোভাব কিন্তু বেশি দিনের নয়। মোটেই তিন বছরে তার জনপ্রিয়তায় এই বড় পত হয়েছে। ২০১৩ সালে তিনি ছিলেন ৬৭ শতাংশ আমেরিকানের কাছে পছন্দের এক ব্যক্তিত্ব। তিন বছরে তা ২৬ শতাংশ কমে গেছে। এর মধ্যে মোটে এক মাসেই কমেছে ৭ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে হিলারির জনপ্রিয়তা বড় মাপে কমেছে তাদের মাঝেই যারা সেদিনও তাকে বেশ পছন্দই করতেন। বিশেষ করে নারী, হিসপ্যানিক আর উদারপন্থিদের মধ্যেই কমেছে তার জনপ্রিয়তা।

শুধু যে ওয়াশ পোস্টের জরিপ তাই নয়, হিলারির জন্য একই অফল বয়ে এসেছে ইউগভ/ইকোনমিস্ট’র জরিপও। তাতে দেখানো হয়েছে হিলারিকে এখন অপছন্দ করেন ৫৮ শতাংশ আমেরিকান আর পছন্দের পক্ষে মোটে ৪১ শতাংশ।

হাফিংটন পোস্টও নানা জরিপের সমন্বয়ে একটি রিপোর্ট দাঁড় করিয়েছে তাতেও হিলারিকে অপছন্দকারীর সংখ্যা ৫৫ শতাংশ আর পছন্দ করছেন মোটে ৪১ শতাংশ আমেরিকান।