ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: বিষাক্ত সাপের কামড়ে লিপি বেগম (৩৫) নামে এক নারীর করুন মৃত্যু হয়েছে।২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শরিয়তপুরের সখিপুর থানার চরভাগা গ্রামে সাপে কাটার এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের ভুঁইয়া বাড়ীর কৃষক রুহল আমীনের স্ত্রী।

নিহত লিপি বেগমের ননদ হোসনে আরা জানান, পাকের ঘরে ভাত রান্না করার সময় বেলা সাড়ে বারোটার সময় তাঁর ভাবীর পায়ে বিষক্ত সাপে কামড় দেয়।প্রথমে বিষয়টি বুঝতে পারেনি।কিছুক্ষন পর বিষে লুটিয়ে পড়লে আশে পাশের লোকজনের পরামর্শে চিকিৎসার জন্য চাঁদপুর নিয়ে আসেন।

রাত ৮ টা ২০ মিনিটের সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাঃনাজমুল আবেদিন সাপে কাটা ওই নারীকে মৃত বলে ঘোষনা করেন।পরে স্বজনরা মৃতদেহ শরিয়তপুরের গ্রামের বাড়িতে নিয়ে যান।নিহত লিপি বেগমের ১ ছেলে ৩ কন্যা সন্তান রয়েছে।