ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নাদিরা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাজৈ ইউপির জামিরাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার এসআই রুপম চন্দ্র সরকার জানান, সকালে স্বামীর সাথে কথা কাটাকাটি হয়, পরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নাদিরা।
উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনার স্থান পরিদর্শন ও ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। নাদিরার বাবার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার ভাটি কাশর এলাকায়।
মৃতের স্বামী নাজমুল হক জানান, আমার স্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিলো। তার সাথে আমার কোন কথাকাটাকাটি হয়নি। কি কারণে সে এরকম সিদ্ধান্ত নিলো আমি কিছু বুঝতে পারছিনা।
এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ভালুকা মডেল থানার এসআই রুপম চন্দ্র সরকার।