ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: মেঝেতে কার্পেট পাতলে ঘরের চেহারাই বদলে যায়। ফুটে ওঠে আভিজাত্য। কিন্তু, অনেকদিন একভাবে পাতা থাকলে নোংরা হয়ে জৌলুস নষ্ট হয়ে যায় কার্পেটের। জেনে নিন কীভাবে কার্পেটের যত্ন নেবেন –

ধুলো ঝাড়ুন

ঘরের একটি নির্দিষ্ট জায়গায় পাতা থাকে কার্পেট। তাই যত ধুলোময়লা, খাবারের টুকরো, দাগছোপ জমা হতে থাকে কার্পেটে। তাই, নিয়মিত ঝাড়ুন। ধুলো জমতে দেবেন না।

হাওয়া খাওয়ান

লম্বা কার্পেট এনেক সময় আমরা ব্যবহার করার পর মুড়ে ফেলে রাখি। এতে খুব সহজেই নষ্ট হয়ে যায় কার্পেট। তাই, মাঝেমধ্যে খুলে হাওয়া লাগান।

দাগ দূরে রাখুন

কার্পেটে অনেক সময় চা-কফি বা খাবার পড়ে দাগ হয়ে যায়। চেষ্টা করুন ওই দাগ বসে যাওয়ার আগে তুলে ফেলতে। নাহলে ওই দাগ হয়তো আর উঠবেই না। বেকিং সোডা আপনাকে দাগ তুলতে সাহায্য করবে।

ড্রাই ক্লিনিং

বছরে এক-দু’বার চেষ্টা করুন কার্পেট ড্রাই ক্লিনিং করার। এতে কার্পেটের আয়ু বাড়বে। কার্পেটেরও যত্নের প্রয়োজন।

দুর্গন্ধ থেকে মুক্তি

শুধু দেখতে ঝকঝকে হলেই হবে না। অনেক সময় কার্পেট থেকে বাজে গন্ধ বেরোয়। সমাধান চাই তারও। তাই, ব্যবহার করুন স্প্রে। কার্পেটের ফ্রেশনেস ধরে রাখতে জলে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে করতে পারেন।