
ময়দা ২ কাপ
ডিম ১টি
লবণ ১ চিমটি
চিনি ১ চা-চামচ
তরল দুধ পরিমাণমতো
ঘি/ তেল ভাজার জন্য
যেভাবে করবেন-
প্রথমে সব উপকরণ দিয়ে মাখিয়ে খামির তৈরি করুন। তারপর এক ঘণ্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। ডো থেকে লেচি কেটে রুটি বেলতে হবে। তারপর রুটির ওপর ঘি/তেল দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার কাগজের পাখার মতো করে ভাঁজ করতে হবে , তারপর একটু টেনে টেনে পেঁচিয়ে গোল করে নিন। সামান্য তেল মাখিয়ে বেলে নিন। ঘি বা তেল দিয়ে ভেজে নিন সাধারণ পরোটার মত। গরম থাকতেই হাত দিয়ে চাপ দিয়ে ভাঁজগুলো আলগা করে নিন অথবা একটা বক্স এ গরম থাকতেই পরোটা নিয়ে ঢাকনা দিয়ে এক বার ঝাকিয়ে নিন তাহলেই ভাঁজে ভাঁজে খুলে যাবে।