ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার ও সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : স্বামী-স্ত্রীর মধ্যে যদি একজন নামাজ না পড়ে তাহলে কি তার সাথে এক বিছানায় থাকা যাবে? সমাজের অনেকেই বলে একজন বেনামাজি হলে দুজন একসাথে থাকতে পারবে না। এটা কতটুকু সত্য?

উত্তর : স্বামী-স্ত্রীর মধ্যে যদি কেউ বেনামাজি হয়ে থাকে, তাহলে তাকে নামাজের জন্য উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। নামাজ যাতে সে নিয়মিত আদায় করেন, সে ব্যাপারে এবং নামাজের গুরুত্ব তাকে বোঝানোর চেষ্টা করুন।

এরপরও যদি নামাজের প্রতি তার অবজ্ঞা বা অনীহা থাকে, তাহলে সে বিষয়টি পরবর্তী সময়ে কোনো একজন যোগ্য আলেমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রথমেই বিচ্ছিন্ন হওয়ার চিন্তা না করাই ভালো। চেষ্টা, প্রচেষ্টার পরে পরিবেশ, পরিস্থিতি, সময়ই আপনাকে সব বলে দেবে। তবে সে সময় অবশ্যই বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন।