ফড়িং মিডিয়া – অনলাইন ডেস্ক:  প্রশ্ন : অনেকে বলেন যে নারীরা নাভির নিচে পায়জামা পরলে নাকি নামাজ হবে না। এটা কি আসলে ঠিক?

উত্তর : নামাজের মধ্যে নারীদের সারা শরীর ঢাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। এমনকি পায়ের পাতা পর্যন্ত ঢাকার ব্যাপারে আলেমরা মত দিয়েছেন। নামাজের মধ্যে যদি ছুটে যায়, সেটা আলাদা কথা। কিন্তু বেশির ভাগ আলেমের মতে পায়ের পাতা ঢাকতে হবে। যদি একটা কাপড় হয় এ রকম, যে কাপড়টায় আপনার সারা শরীর ঢেকে গেছে, যেমন : ম্যাক্সি বা গাউন পরেন অনেকেই। এ ক্ষেত্রে শরীর ঢাকা হচ্ছে বড় কথা। এখন পায়জামা কোথায় নামল বা উঠল, সেটা বড় কথা নয়। পায়জামার ওপরে যদি কোনো লম্বা কাপড় থাকে, তাহলে তাঁর সালাতের কোনো সমস্যা হবে না।

যে ব্যক্তি সেটা বলেছেন, তিনি হয়তো চিন্তা করেছেন যে আপনার কাপড় হয়তো ঢাকা নেই। যদি পায়জামার ওপরে কাপড় থাকে অথবা যদি শরীর ঢাকা হয়ে যায়, তাহলে আপনার সালাতে কোনো সমস্যা হবে না। সে ক্ষেত্রে পায়জামা যদি নাভির নিচে নেমেও যায়, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ সালাতের জন্য মূল আদব হচ্ছে সারা শরীর ঢাকা থাকতে হবে।

সূত্র: এনটিভি অনলাইন