ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনের রাস্তায় ছুরি নিয়ে আততায়ীর এলোপাতাড়ি হামলায় এক নারী নিহত হয়েছে। বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারের এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

uk-wmnহামলাকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার পর পুরো এলাকা ঘিরে ওই এলাকার আশেপাশে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে ঘটনার সময়কার বিবরণ তুলে ধরছেন।