ফড়িং মিডিয়া –  আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি ছোট শহরে ‘হাউজ পার্টি’-তে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শনিবার ভোররাতে সিয়াটল শহর থেকে ২৫ মাইল উত্তরে মুকিলটিও-তে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াটল শহরের দক্ষিণে লুইস কাউন্টি থেকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

us-whমার্কিন গণমাধ্যমগুলো জানায়, একটি বাসায় ১৫ থেকে ২০ জনের ওই পার্টিতে বন্দুকধারী হামলা চালায়। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া কে বা কারা কোন উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।