ফড়িং মিডিয়া – আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুলিশ নয়াদিল্লীর একটি হোটেল থেকে ২২ নেপালী নারীকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এদেরকে মধ্য প্রাচ্যে পাচার করার জন্য নেপাল থেকে ভারতে আনা হয়েছে। কর্মকর্তা শনিবার জানান, পুলিশ এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে খুঁজছে।
পুলিশের গুরুতর অপরাধ শাখার কর্মকর্তারা নেপালী দূতাবাসের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানী নয়াদিল্লীর আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি হোটেলে অভিযান চালিয়ে এসব নারীকে উদ্ধার করে।
পাচারকৃত নারীদের একজন হোটেল থেকে পালিয়ে নেপালী দূতবাসে পৌঁছে অন্য নারীদের ব্যাপারে খবর দেয়। এ খবরের ভিত্তিতেই পুলিশী অভিযান চালানো হয়।
পুলিশের অপর এক শাখার যুগ্ম কমিশনার রবীন্দ্র যাদব নয়াদিল্লীতে এএফপিকে বলেন, ‘আজ এসব নারী আদালতে তাদের সাক্ষ্য দেবেন। ভিসা দেখে বোঝা যাচ্ছে তাদের অধিকাংশকেই কাতার ও মধ্য প্রাচ্যের অন্যান্য দেশে পাঠানো হচ্ছিল। এক সপ্তাহ আগে ভারত আসার পর পাচারকারীরা তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র কেড়ে নেয়। -বাসস